কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটে ৩১ বস্তা চোরাই চিনিসহ দুই চোরাকারবারীকে আটক করেছে কানাইঘাট থানা পুলিশ।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে থানার সাতবাঁক ইউনিয়নের বাংলাবাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিনি চোরাকারবারী জকিগঞ্জের পরচক গ্রামের মৃত জিরা মিয়ার ছেলে মো কাউছার আহমদ (২৮) ও বিয়ানীবাজার থানার ফতেহপুর গ্রামের বাহার উদ্দিনের ছেলে পারভেজ আহমদকে (৩৫) আটক করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ২৫ বস্তা ভারতীয় চোরাই চিনি ও চোরাই পণ্য বহনের কাজে নিয়োজিত একটি লেগুনা জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়াও একই দিন কানাইঘাটের সড়কের বাজার এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ৬ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।
কানাইঘাট থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।