সিলেটে ৫০ বস্তা ভারতীয় চিনিসহ আটক ২
টাইমস ডেস্কঃ সিলেটের ক্বীনব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৫০ বস্তা ভারতীয় চিনিসহ ২ জনকে আটক করেছে আর্মড পুলিশ।
সোমবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় একটি পিকআপ গাড়ীসহ ২ চোরাকারবারীকে আটক করা হয়।
আটক দুজন হলেন, সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুখা গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে এমরান হোসেন (২৮) ও জমশেদ আলীর ছেলে মো. জাবের আহমেদ।
এঘটনায় এস আই মো. নুরুল হুদা বাদী হয়ে সিলেটের কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।
৭ এপিবিএন এর মিডিয়া উইংয়ের এএসআই পাবেল জানান, দীর্ঘদিন থেকে একটি চোরাই চক্র সিলেটের বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতীয় চিনি বাংলাদেশে নিয়ে আসার খবর সংবাদমাধ্যমে বলা হয়। এর পরিপ্রেক্ষিতে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপস এন্ড ইন্টেলিজেন্টের একটি বিশেষ টিম মাঠে নামে এবং সাংবাদিকের সহযোগিতা নিয়েই অভিযানে সফলতা আসে।
৭ আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খোন্দকার ফরিদুল ইসলাম অভিযানে অংশগ্রহনকারী সকল সদস্যদের ধন্যবাদ জানান এবং আরো উৎসাহ নিয়ে অভিযান পরিচালনার নির্দেশ দেন।