বিয়ানীবাজারে বেড়েছে ভুয়া চিকিৎসকের সংখ্যা, অসহায় সাধারণ রোগীরা
মহসিন রনি, বিয়ানীবাজার : প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার হঠাৎ করেই ব্যঙের ছাতার মতো গজিয়ে উঠেছে ভুয়া ডাক্তার কিংবা গ্রাম ডাক্তার নামে চিকিৎসক। যাদের ভুল চিকিৎসার ফাঁদে পরে স্বাভাবিক জীবন নিয়ে শঙ্কায় উপজেলার কয়েক হাজার মানুষ। সম্প্রতি বিয়ানীবাজার উপজেলার চারখাইয়ে এক ভুয়া চিকিৎসককে হাতে নাতে ধরার পর থেকে বিষয়টি সামনে আসে বেশ জোরালো ভাবে।
জানা যায়,ঐ চিকিৎসকের নাম মোর্শেদ আলম তিনি চারখাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে নিয়োগের জন্য আবেদন করলে নিয়োগ পান তিনি। কিন্তু তার আচরণ সন্দেহজনক হলে কর্তৃপক্ষ তাকে চ্যালেঞ্জ করেন। তখন তার প্রতারণার বিষয়টি আবার ধরা পড়ে। চারখাইয়ের হাসপাতাল কর্তৃপক্ষের কাছে মোর্শেদ আলম কান ধরে ওঠবস করার পাশাপাশি ভবিষ্যতে এরকম অপকর্ম আর করবেনা বলে ছাড়া পায়।স্থানীয়রা জানান, ভবিষ্যতে হয়তো সে পুনরায় কোন স্থানে প্র্যকটিস শুরু করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করতে পারে। এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে সিলেট-ঢাকা থেকে আসা চিকিৎসকদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তবে ভুয়া চিকিৎসকের বিষয়টি এখানে সীমাবদ্ধ নয়। সম্প্রতি বিয়ানীবাজারে নিজস্ব ফার্মেসী খুলে ডাক্তার পরিচয়ে নিয়মিত রোগী দেখা সহ ঔষধ বিক্রি করছেন এসব ভুয়া ডাক্তাররা। রোগীদের কাছে ডাক্তার পরিচয় দিয়ে ঔষধ বিক্রি সহ বিভিন্ন ছোট সার্জারী ও করেন এসব ভুয়া ডাক্তাররা অনুসন্ধানে এমনটা জানা যায়। যারা রেজিস্টার চিকিৎসক নয় এবং নেই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা। বিয়ানীবাজার পৌর শহরের আনাচে-কানাচেতে বিভিন্ন ফার্মেসিতে এসকল নামসর্বস্ব চিকিৎসকের সংখ্যা দিন দিন বাড়ছে। যার ফলে কে আসল চিকিৎসককদের মধ্যে গুলিয়ে ফেলা হচ্ছে আসব ভুয়া চিকিৎসকদের।
সুরাইয়া বেগম নামের এক রোগী বলেন, অসুস্থ হলে ফার্মেসীর ডাক্তার সাহেবদের কাছ থেকে মেডিসিন নেই। টাকা কম লাগে তাই তাদের কাছে সব সময় আসি। মাঝেমধ্যে ভালো হলেও বেশিরভাগ সময় ফলাফল পাই না।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শাহরিয়ার রহমান শুভ বলেন, আমি বিগত কয়েকদিন আগে আমাদের উপজেলা পরিষদের সমন্বয় মিটিংয়ে ভুয়া চিকিৎসকদের বিষয়টি নিয়ে আলোচনা করেছি। যেখানে নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা চেয়ারম্যান মহোদয় অবগত আছেন। আসলে বিষয়টি আমাদের জন্য অনেক ঝুঁকিপূর্ন অনেক রোগীরা না বুঝে এসকল ভুয়া ডাক্তারদের কাছে গিয়ে ভুল চিকিৎসা নিয়ে নিজেদের শারীরিক ক্ষতির দিকে ঠেলে দিচ্ছেন।
এ বিষয়ে সচেতনতা মহলের মধ্যে দেখা দিয়েছে শঙ্কা, স্থানীয় রায়হান আলম সাজু বলেন, আমাদের অত্র এলাকায় ইদানিং ভুয়া চিকিৎসকের যে বিষয়টি সেটি মাথাচাড়া দিয়ে উঠেছে। আমরা সর্বস্তরের মানুষদের নিয়ে এর বিরুদ্ধে সোচ্চার হবো। সে সাথে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।