মদসহ আটক সেই শাবির দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
টাইমস ডেস্কঃ মাদক সম্পৃক্তায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃতরা হলেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র মাহমুদ শাকিব ও সাজিদ শাকিব।
রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) মোঃ ফজলুর রহমান।
পাশাপাশি তিন সদস্য বিশিষ্ঠ তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটর আহবায়ক হলেন, পিএসএস বিভাগের অধ্যাপক সৈয়দ আশরাফুর রহমান এবং দুই সদস্যের মধ্যে রয়েছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী এবং সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর কামরুজ্জামান খান প্রিন্স।
তদন্ত কমিটিকে যথা শিগগীর তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে রেজিস্ট্রার জানান।
এর আগে গত শুক্রবার কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জে ১৪ বোতল ভারতীয় মদ সহ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে গ্রেফতার করেছে কোম্পানিগঞ্জ থানা পুলিশ। আটককৃত মাদক আইন মামলায় কারাগার প্রেরণ করা হয়।