বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারের সেই ফাহমিদাকে হত্যা করা হয়েছে সেই দাবীতে সুষ্ঠু বিচারের জন্য মানবন্ধন করেছেন শিক্ষার্থীরা!

জুবায়ের আহমদ,বিয়ানীবাজারঃ স্বামীর বিলাশী স্বপ্ন, শ্বশুর-শাশুরীর তিরস্কার আর সন্তান না হওয়ার তীব্র আক্ষেপে বিয়ানীবাজার উপজেলায় ১২ জুলাই আত্মহত্যা করেছিলেন এক গৃহবধূ। জাত-মত বিসর্জন দিয়ে ভালোবাসার মানুষের সাথে গাটছড়া বাধা সেই মানুষটির সাথে শেষ পর্যন্ত লম্বা সংসার হয় নি তার। শুরু থেকেই সেই গৃহবধূর পিতা-মাতা ভাইয়েরা অভিযোগ করেন ফাহমিদাকে শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পিত ভাবে হত্যা করেছে। নিহত ফাহমিদা উপজেলার খশির কইরবন্দ এলাকার আবিদুর রহমানের স্ত্রী। সে বিয়ানীবাজার সরকারি কলেজের অনার্সে বাংলা বিভাগের শিক্ষার্থী ছিল

ঘটনার প্রায় ২৪ দিন পর রবিবার দুপুরে বিয়ানীবাজার সরকারি কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থীরা ফাহমিদা হত্যার দায়ে মানববন্ধন করেছেন। শিক্ষার্থীরা দাবী করেন ফাহমিদাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। এই হত্যা কান্ডের সুষ্ঠু বিচার দাবী করেন তারা।

শিক্ষার্থীরা বলেন ফাহমিদা মানশিক ভাবে তার স্বামী, শ্বশুর-শ্বাশুরী অমানবিক নির্যাতন করেছন। সেই মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে ফাহমিদা এই পথ বেছে নিয়েছে। তারা আরও বলেন এই আত্মহত্যা নিয়ে আমাদের আরও সন্দেহ রয়েছে। কারন ফাহমিদার ঝুলন্ত অবস্তায় পা কিছুটা বিছনার মধ্যে স্পর্শে ছিল। পা বিছানার স্পর্শে থাকলে এটি আত্মহত্যা কীভাবে হয়। এমন নানা প্রশ্ন তারা ছুরে দেন। তারা সঠিক তদন্ত সাপেক্ষে এর সুষ্ঠু বিচারের দাবী করেন।

এদিকে মানব বন্ধনের খবর পেয়ে মানব বন্ধনে ছুটে আসেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএমসহ বিয়ানীবাজার থানার একদল পুলিশ। ফাহমিদা হত্যার যে অভিযোগ করেন শিক্ষার্থীরা তাৎক্ষণিক অফিসার ইনচার্জ জানান ফাহমিদা আত্মহত্যা করেছেন। আত্মহত্যার সব লক্ষণ ছিল ফাহমিদার শরীরে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে ফাহমিদার মৃত্যুর প্রকৃত কারন। তবে তাৎক্ষণিন ফাহমিদাকে আত্মহত্যার প্ররোচনার দায়ে তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

পিতা-মাতার সব বাধা উপেক্ষা করে জাত-মত বিসর্জন দিয়ে ফাহমিদা ভালোবাসার মানুষকে বিয়ের যে সিদ্ধান্ত নিয়েছিলেন হয়তো এটি ছিল তার জীবনের চরম ভুল এক সিদ্ধান্ত। যার কারনে জীবন দিয়ে তার খেশারত দিতে হয়েছে তাকে।

ফাহমিদার পিতামাতা অভিযোগ করেন শশুর শাশুরীর প্রতিনিয়ত তিরস্কার, সন্তান না হওয়ার মানসিক চাপ আর দিনের পর দিন স্বামীর বিলাশী আবদার ফাহমিদা সহ্য করতে পারে নি।

যদিও স্বামীকে আটক করা হয়েছে ঘটনার পরপরই। তবে আত্মহত্যা প্ররোচনার একই অভিযোগ রয়েছে ফাহমিদার শশুর শাশুরীর উপর। তবে তাদেরকে কেন জিজ্ঞাসাবাদের জন্য হলেও আইনের আওতায় নেওয়া হয় নি।

Back to top button
error: Alert: Content is protected !!