সিলেট

মাদকসহ শাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক

টাইমস ডেস্কঃ মাদকদ্রব্যসহ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

জানা যায়, মাদকদ্রব্য বহনকালে বৃহস্পতিবার (৩ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে সিলেটের কোম্পানিগঞ্জ ইসলামপুরের কালা সাদেক এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, ময়মনসিংহের সদর উপজেলার রাম বাবু রোডের রফিকুল ইসলামের ছেলে সাজিদ সাকিব (২২), ঢাকা বাড্ডা থানার অন্তর্গত পূর্ব বাড্ডা বড়টেকের পায়ড়া স্কুল রোডের ফজলুর রহমানের ছেলে মাহমুদ সাকিব (২১)।

তার দুই জনই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (২০২০-২১ সেশন) শিক্ষার্থী।

এদিকে আটককৃতদের বিরুদ্ধে কোম্পানিগঞ্জ থানায় মামলা হয়েছে (যার মামলা নম্বর ৪) বলে জানান, তদন্ত কর্মকর্তা সুরঞ্জিত তালুকদার।

তিনি জানান, আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশে ১৪টি মদের বোতল মদ বহন করে নিয়ে যাচ্ছিলেন আটককৃতরা। পুলিশ অভিযান চালিয়ে তাদের কাছ থেকে এসব অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করে। জব্ধকৃত মাদকের বর্তমান বাজার মূল্য ২১ হাজার টাকা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত। বিশ্ববিদ্যালয় প্রশাসনে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে।

Back to top button