বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় তরুনের মৃত্যু
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী তরুনের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ আগস্ট) দিবাগত রাত পৌনে ২টার দিকে সিলেটে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইমরান আহমদ (২৫) উপজেলার মাথিউরা ইউনিয়নের দক্ষিণ মাথিউরা খলাগ্রামে প্রয়াত জালাল উদ্দিনের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার (১ আগস্ট) রাত ৮টার দিকে বিয়ানীবাজার-চন্দরপুর সড়কের দক্ষিণ মাথিউরা মিনারাই এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইমরান গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বিয়ানীবাজার উপজেলা হাসপাতালে নিয়ে এবং পরে সিলেট মহানগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ২টার দিকে ইমরানের মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।