বিয়ানীবাজার সংবাদ

মুক্তিযোদ্ধা-সাংবাদিক আকাদ্দস সিরাজুল ইসলামের মৃত্যুবার্ষিকী বুধবার

বিয়ানীবাজার টাইমসঃ বুধবার, ২ আগস্ট বিশিষ্ট কথাসাহিত্যিক, মুক্তিযোদ্ধা-সাংবাদিক আকাদ্দস সিরাজুল ইসলামের ২৩তম মৃত্যুবার্ষিক। পারিবারিকভাবে দিনটি পালন করা হবে।
এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়িতে (জাফর মঞ্জিল, মাথিউরা, বিয়ানীবাজার) কবর জিয়ারত, কোরানখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

ষাটের দশকের বিশিষ্ট কথাসাহিত্যিক আকাদ্দস সিরাজুল ইসলাম ১৯২২ খ্রিস্টাব্দের ২২ নভেম্বর সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০০০ সালের ২ আগস্ট ভোরে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

আকাদ্দস সিরাজুল ইসলামের জীবদ্দশায় তার ‘নয়া দুনিয়া’, ‘নীরব নদী’, ‘পঞ্চবিংশতি’, ‘মাটির চেরাগ’, ‘সাবুর দুনিয়া’, ‘বন্দী জীবনের কিছু কথা’, ‘ কারাগার থেকে বেরিয়ে’, ‘চালচিত্র’ ও ‘রাক্ষুসে বন্যা এবং’ এই ৯টি গ্রন্থ প্রকাশিত হয়।

মুক্তিযুদ্ধকালীন আসামের করিমগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক সংবাদপত্র ‘মুক্তবাংলা’র ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন তিনি। মৃত্যুর পর তার সমগ্র রচনা ২ খণ্ড প্রকাশিত হয়। তার ওপর একটি স্মারক গ্রন্থও প্রকাশিত হয়েছে।

আকাদ্দস সিরাজুল ইসলাম বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের টানা ২২ বছর (১৯৬৮-৯০) সাধারণ সম্পাদক ও ৬ বছর (১৯৯০-৯৬) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি ছিলেন বিয়ানীবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি। সম্প্রতি তার নাম মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গেজেট প্রকাশ করেছে। সংবাদ বিজ্ঞপ্তি

Back to top button