বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে বিদেশী মদসহ গ্রেফতার-১

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজারে ৪ বোতল বিদেশী মদসহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম ফয়সল আহমদ। সে উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুপুর নোয়াটিলা এলাকার ফলিক আলীর ছেলে।

সূত্র জানায়, সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০ টার সময় বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায় বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বারইগ্রাম সংলগ্ন কমলাবাড়ি মাঠে। এসময় বিদেশী মদ ক্রয় বিক্রয়কালে ফয়সলকে আটক করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়।

এস আই আব্দুর রহিম জানান, এই মাদককারবারীদের ধরতে বারইগ্রাম বাজার কমিটি সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বাদল, ব্যবসায়ী এনামুল হাসান রায়হানসহ বাজার কমিটি এবং স্থানীয়রা সহযোগীতা করেছেন।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। মাদককে নির্মূল করতে যে কোন জায়গায় মাদকের সন্ধান পেলে পুলিশ অভিযান চালাবে।

একই সাথে তিনি আরও জানান, সোমবার বারইগ্রাম থেকে যে মাদককারবারী আটক করা হয়েছে এর আগেও সে কয়েকবার মাদক ক্রয় বিক্রয়ের সময়ে পুলিশের হাতে আটক হয়েছে। ইতিমধ্যে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Back to top button