বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে রাজনীতির ফ্রন্ট লাইনে আওয়ামী লীগ, নীরব বিএনপি!

মহসিন রনি ঃ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের শীর্ষ দুই রাজনীতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে এখন কৌতূহল ঘুরপাক খাচ্ছে। সময়ের সাথে মাঠে উভয়ই দলই নিজেদের শক্তির জানান দিলেও প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলায় এখন পর্যন্ত জাতীয়তাবাদি দল বিএনপিকে কর্মসূচিতে তেমন একটা দেখা যায়নি। তবে মুদ্রার উল্টো দিকে বাংলাদেশ আওয়ামী লীগ ধারাবাহিক ভাবে দলীয় কর্মসূচি সহ রাজপথে সরব থাকতে দেখা গেছে। গত রবিবার উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল সহ সমাবেশ করতে দেখা যায় বৃহৎ এই রাজনীতিক দলটিকে।

তবে জাতীয়তাবাদি দল বিএনপির উপজেলা পর্যায় নেতাকর্মীদের নীরবতা কারন হিসেবে দলের অনেক শীর্ষ নেতারা বলছে কমিটি নিয়ে অভ্যন্তরীণ ক্ষোভ আর অভিমান এখনো রয়েছে। তবে জেলা কিংবা জাতীয় পর্যায় বিএনপির নেতাকর্মীরা নিয়মিত অংশগ্রহণ করছেন বলে জানা যায়।

এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন প্রতিবেদক’কে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্র এবং জেলা যদি আমাদের নির্দেশ দেয় তাহলে আমরা সেটা অবশ্যই পালন করি। এ ছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দের আহবানে সাড়া দিয়ে আমরা কেন্দ্রীয় এবং জেলা কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ করছি।

এদিকে গতকাল রবিবার বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে সভাপতি আতাউর রহমান খান বলেন, শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ। দলের সকল নেতাকর্মীরা দলের নির্দেশনা মেনে যেকোনো রাজপথে আছে। যতদিন পর্যন্ত একজন মুজিব সেনা বাংলাদেশে আছে ততদিন পর্যন্ত এ দেশে নাশকতাকারীদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলা হবে।

Back to top button