বিয়ানীবাজার সংবাদ

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন বিয়ানীবাজার উপজেলা শাখার কমিটি গঠিত

বিয়ানীবাজার টাইমসঃ বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন বিয়ানীবাজার উপজেলা শাখায় মাওলানা মোঃ আব্দুল আলীমকে সভাপতি, মাওলানা মোঃ কামাল হোসেন আল মাথহুরীকে সাধারণ সম্পাদক ও মাওলানা মোঃ রমিজ উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট
কমিটি গঠিত হয়েছে।

এ কমিটি গঠনের লক্ষে গত ২৯ জুলাই ২০২৩ বিয়ানীবাজারের স্থানীয় এক রেস্টুরেন্টে মাদরাসা শিক্ষকদের অরাজনৈতিক পেশাজীবি সংগঠনের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল আলীম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব বিশ্বনাথ কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নোমান আহমদ। নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক চান্দাইরপাড়া সুন্নিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ছরওয়ারে জাহান। অধিবেশন পরিচালনা করেন মাওলানা কামাল হোসেন আল মাথহুরী।

মাওলানা মনজুর হোসাইন এর তিলাওয়াত ও ফারুক আহমেদ এর নাতে রাসুল সাঃ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি করা হয়।

কাউন্সিল অধিবেশন শেষে আগামী পাঁচ বছরের জন্য সর্বসম্মতিক্রমে ৩৭ সদস্য বিশিষ্ট নিম্নলিখিত বিয়ানীবাজার উপজেলা কমিটি গঠন করা হয়। নবকমিটির সভাপতি হলেন মাথিউরা সিনিয়র ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল আলীম, সহ সভাপতি- উত্তর আকা খাজানা মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মোঃ মুদ্দাসিসর আলী, দুবাগ বাজার দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মোঃ আবুল কালাম আজাদ, দাসউরা সিনিয়র মাদরাসা উপাধ্যক্ষ মাওলানা কামাল আহমদ। সাধারণ সম্পাদক জালালিয়া মহিলা আলিম মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ কামাল হোসেন আল মাথহুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পূর্ব মুড়িয়া হিফজুল কুরআন আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফয়েজ আহমেদ, জালালিয়া মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ হামিদুর রহমান, দপ্তর সম্পাদক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক হলেন উত্তর আকাখাজানা দাখিল মাদরাসার সহকারী সুপারিন্টেন্ডেন্ট কাজী মাওলানা মোঃ রমিজ উদ্দিন, কোষাধ্যক্ষ হলেন কোনাগ্রাম দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট কাজী মাওলানা কাওছার আহমদ, প্রচার সম্পাদক মাওলানা মোঃ জয়নুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক একেএম নাজিম উদ্দীন, বিয়ানীবাজার কামিল মাদরাসার সহকারী অধ্যাপক লুৎফুর রহমান, শিক্ষক কর্মচারী কল্যাণ সম্পাদক পাতন কারীয়ানা দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মানিক উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক চারখাই দারুস সুন্নাহ লতিফিয়া মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা আরিফ আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক সহকারী অধ্যাপক মাওলানা মাহমুদুল মান্নান তারিফ, হিসাব নিরীক্ষণ সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন, পাঠ্যক্রম ও পাঠ্যসূচী বিষয়ক সম্পাদক জান্নাতুন উম্মাহ বালিকা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আবুল কালাম, প্রশিক্ষণ সম্পাদক সহকারী অধ্যাপক মুফতি মোঃ তকি উদ্দিন, প্রকাশনা সম্পাদক দারুল হাদীস লতিফিয়া মাদরাসার শিক্ষক হাফিজ মাওলানা মনজুর হোসাইন, স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সম্পাদক দুবাগ বাজার দাখিল মাদরাসার শিক্ষক মোঃ সাদেকুর রহমান, ক্রীড়া সম্পাদক আশরাফুল আলম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: মনিরুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদিকা ঝুমা বেগম,সহ প্রচার সম্পাদক বাহাদুরপুর রহমানিয়া মাদরাসার সুপার মাওলানা রিয়াদ আহমদ রাসেল,সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জলঢুপ দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা আমির হোসাইন, সহ ছাত্র বিষয়ক সম্পাদক কোনাগ্রাম দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা ছাদিকুর রহমান, নির্বাহী সদস্য মাথিউরা বাজার দারুল উলুম হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ শফিকুর রহমান, ইমাম বাড়ী হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা মাসুক আহমদ, ফতেহপুর হায়দরশাহ হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ ফারুক আহমদ, তিলপারা শাহজালাল রহঃ হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ হোসাইন আহমদ, দাসউরা হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ কামাল হোসাইন প্রমুখ।

Back to top button