সিলেট

সিলেটে ছুরিকাঘাতে যুবক খুন

টাইমস ডেস্কঃ সিলেটের শহরতলীর লাক্কাতুরায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আতাউর রহমান (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।সোমবার (৩১ জুলাই) ৯টার দিকে নগরীর লাক্কাতুরা সবুজ সংঘ গলিতে এ ঘটনা ঘটে।

নিহত যুবক কিশোরগঞ্জ জেলার খয়ারপুর এলাকার জিতু মিয়ার ছেলে।বর্তমানে নগরীর কুয়ারপার সিটি আবাসিক এলাকার সিকান্দার মিয়ার বাসার ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মঈন উদ্দিন শিপন।

তিনি জানান, সকাল ৯টার দিকে আমাদের কাছে খবর আসে লাক্কাতুরা সবুজ সংঘেরর গলিতে আতাউরকে কিছু অজ্ঞাত দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে যায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশের টিম।

Back to top button