সিলেট

সিলেটে ডেঙ্গুতে কিশোরের মৃত্যু

টাইমস ডেস্কঃ সিলেটে প্রথম ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত (২৯ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে সিলেটের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগীর মৃত্যু হয়।

ডেঙ্গুতে মৃত্যু হওয়া কিশোরের নাম রাফি হোসেন (১৭)। সে মৌলভীবাজার শহরের চৌমুহনী এলাকার আল-ফালাহ প্রিন্টার্সের স্বত্বাধিকারী মোক্তাদির হোসেনের ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাফির পরিবারের ঘনিষ্টজন মৌলভীবাজার বইয়ের কোরাসের স্বত্বাধিকারী কবি মুজাহিদ আহমদ। তবে এ বিষয়ে সিলেট সিভিল সার্জন কার্যালয়ে কোনো তথ্য নেই।

রাফির পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে সে জ্বরে আক্রান্ত হয়ে সিলেটের ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলো। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ইবনে সিনা হাসপাতালের কর্মকর্তা ওবায়দুল হক গনমাধ্যমকে বলেন- প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই রোগীর ডেঙ্গুতেই মৃত্যু হয়েছে। তবে কয়েকটি টেস্টের রিপোর্ট আজ বিকেলে আসবে। তখন নিশ্চিত করে বলা যাবে।

Back to top button