সিলেট

সিলেট-জকিগঞ্জ সড়কে প্রাণ গেলো স্কুলছাত্রের

টাইমস ডেস্কঃ সিলেট-জকিগঞ্জ সড়কের কালিগঞ্জ বাজার এলাকায় ব্যাটারিচালিত রিকশার (ইজিবাইক) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক এক তরুণের মৃত্যু ঘটেছে। শুক্রবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুন্নার (২০) বাড়ি জকিগঞ্জ উপজেলার রতনগঞ্জ গ্রামে।

মৃত্যুর বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন মুন্না। রাত সাড়ে ৯টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের কালিগঞ্জ বাজার এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মুন্না গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মুন্নাকে মৃত ঘোষণা করেন।

Back to top button
error: Alert: Content is protected !!