জুড়ীমৌলভীবাজার

জুড়ী সীমান্তে দুই বাংলাদেশীকে পেটালো বিএসএফ

মনিরুল ইসলাম, জুড়ীঃ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের ভারতীয় সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশীকে আহত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৪ জুলাই) সকাল ৯ টার দিকে তাদের কে উদ্ধার করা হয়।

স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, সোমবার সকালে গোয়ালবাড়ী ইউনিয়নের লাঠিটিলা সীমান্ত এলাকার কচুরগুল নালাপুঞ্জি নামক স্থানে ১৮০১ নম্বর মেইন পিলারের পাশে নো ম্যানস্ ল্যান্ডে দুইজন বাংলাদেশি লোককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি ৫২ ব্যাটালিয়নের লাঠিটিলা কম্পানি সদরের সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আহতরা হলেন- কুড়িগ্রাম জেলার বুরুঙ্গা মারী থানার আটঘরী গ্রামের আনছার ভান্ডারীর পুত্র জাহাঙ্গীর আলী (২৪) ও খুলনা জেলার খুলনা সদর উপজেলার নতুন বাজার চর গ্রামের মৃত আজগর শেখের পুত্র হৃদয় শেখ (২৪)।

সরজমিনে হাসপাতালে গেলে আহত জাহাঙ্গীর আলী জানান, তিনি ২১ জুলাই চট্টগ্রামের খাগড়াবাড়ী আমঘর সীমান্ত এলাকা দিয়ে কাজের সন্ধানে ত্রিপুরা হয়ে আগরতলা যান। সেখানে পরদিন ২২ জুলাই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হন। অপরজন হৃদয় শেখ জানান তিনি গত ২২ জুলাই চট্রগ্রামের খাগড়াছড়ির রামঝাড় সীমান্ত দিয়ে ত্রিপুরা থেকে আগরাবাদ যান। পরে আগরাবাদ রেলস্টেশনে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বিএসএফ তাকে আটক করে। পরে বিএসএফ তাদেরকে দুই দিন নির্যাতনের পর বাংলাদেশের কচুরগুল সীমান্তে ফেলে রেখে যান। তারা ভারতে কাজের সন্ধানে গিয়েছিলেন বলে জানান।

জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ বলেন, বিজিবি আহত দুই জন বাংলাদেশীকে নিয়ে আসলে আমরা প্রাথমিক চিকিৎসা দেই। তাদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিজিবি’র ৫২ ব্যাটালিয়ান বিয়ানীবাজারের সিও লেফটেন্যান্ট কর্নেল মহিবুল ইসলাম গণমাধ্যমে কোন বক্তব্য দিতে রাজি হন নি। এ বিষয়ে জুড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ মোশাইদ বলেন, আহত দুইজনকে বিজিবির কাছ থেকে পুলিশের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Back to top button