ওসমানীনগরসিলেট

ওসমানীনগরে কলেজ ছাত্রের আ ত্ম হ ত্যা

টাইমস ডেস্কঃ সিলেটের ওসমানীনগরে গলায় ফাঁস লাগিয়ে বিশাল দেব বিমান(১৯) নামের এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। সে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের তেরহাতি গ্রামের বিধান দেবের ছেলে এবং তাজপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বসত ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

জানা যায়, পরিবারের সাথে অভিমান করে নিজ ঘরে দরজা বন্ধ করা অবস্থায় চালার সাথে গামছা দিয়ে গলায় ফাঁস দেয় বিশাল। পরিবারের লোকজন অনেক ডাকাডাকি করেও কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের চালার টিন খুলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Back to top button