বিশ্বনাথসিলেট

বৃষ্টির মধ্যে রাস্তার পাশে কাঁদছিলো নবজাতক, উদ্ধার করলেন দুই টমটমচালক

বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথে বৃষ্টিবেজা রাতে জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের পাশে পাওয়া গেছে এক নবজাতক শিশু কন্যা।

রোববার (২জুলাই) দিবাগত রাত ১১টার দিকে দশঘর ইউনিয়নের সমেমর্দান গ্রাম এলাকায় এই নবজাতক শিশু কন্যাকে পায় দুজন টমটম চালক সুবল দেবনাথ ও নাজিম মিয়া।

পরে তারা ওই শিশু কন্যাকে স্থানীয় পীরের বাজারের পল্লী চিকিৎসক এসবি নিরুর কাছে দিয়ে যান।ওই পল্লী চিকিৎসক শিশুটির যথাযথ চিকিৎসা ও খাবারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।

পল্লী চিকিৎসক এসবি নিরু বলেন, রাতে টমটম চালক সুবল দেবনাথ ও নাজিম মিয়া গ্যারেজ টমটম বন্ধ করতে গেলে রাস্তার পাশে এই নবজাতকের কান্না শুনতে পায়। পরে তারা নবজাতকটিকে আমার কাছে এনে দিয়েছে। বর্তমানে নবজাতক শিশুটি ভাল আছে।

Back to top button