বিশ্বনাথসিলেট

বৃষ্টির মধ্যে রাস্তার পাশে কাঁদছিলো নবজাতক, উদ্ধার করলেন দুই টমটমচালক

বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথে বৃষ্টিবেজা রাতে জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের পাশে পাওয়া গেছে এক নবজাতক শিশু কন্যা।

রোববার (২জুলাই) দিবাগত রাত ১১টার দিকে দশঘর ইউনিয়নের সমেমর্দান গ্রাম এলাকায় এই নবজাতক শিশু কন্যাকে পায় দুজন টমটম চালক সুবল দেবনাথ ও নাজিম মিয়া।

পরে তারা ওই শিশু কন্যাকে স্থানীয় পীরের বাজারের পল্লী চিকিৎসক এসবি নিরুর কাছে দিয়ে যান।ওই পল্লী চিকিৎসক শিশুটির যথাযথ চিকিৎসা ও খাবারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।

পল্লী চিকিৎসক এসবি নিরু বলেন, রাতে টমটম চালক সুবল দেবনাথ ও নাজিম মিয়া গ্যারেজ টমটম বন্ধ করতে গেলে রাস্তার পাশে এই নবজাতকের কান্না শুনতে পায়। পরে তারা নবজাতকটিকে আমার কাছে এনে দিয়েছে। বর্তমানে নবজাতক শিশুটি ভাল আছে।

Back to top button
error: Alert: Content is protected !!