বিয়ানীবাজারে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ৩ সন্তানের জনকের মৃত্যু!
নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজারে পানিতে ডুবে মৃত্যু হয়েছে বাক প্রতিবন্ধী এক যুবকের। তার নাম আলী রাজা(৩৫)। সে বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘোঙ্গাদি নোয়া গাও এলাকার মৃত আশিক আলীর ছেলে। সে ব্যাক্তি জীবনে বিবাহিত এবং তিন সন্তানের জনক।
স্বজনরা জানান নিহত আলী রাজা দীর্ঘ দিন ধরে মৃগী নামক রোগে আক্রান্ত ছিলেন এবং সে বাকপ্রতিবন্ধী। শুক্রবার(২৩ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টার সময় চাচাতো ভাইয়ের সাথে নিজ এলাকার পাশে একটি খালে তিনি মাছ ধরতে যান। শনিবার(২৪ জুন) সকালে তার চাচাতো ভাই কিছু মাছ বিক্রি করতে বাজারে আসেন আর আলী রাজা নৌকায় বসেই মাছ ধরতে থাকেন। মাছ বিক্রি করে আলী রাজার চাচাতো ভাই ঘন্টা খানেক পর আনুমানিক সকাল ১১ টায় গিয়ে দেখেন আলী রাজা নৌকায় নেই। পরে তারা খোজাখুজি করে না পেয়ে বিয়ানীবাজার থানায় খবর দেন। খবর পেয়ে বিয়ানীবাজার থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় শনিবার দুপুর আনুমানিক ১টার সময় তার লাশ উদ্ধার করে। স্বজনদের ধারনা আলী রাজা মৃগী রোগে আক্রান্ত হওয়ার কারনে হঠাৎ এই রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে মৃত্যু বরন করেছেন।
মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন বলেন নিহত আলী রাজা শুক্রবার রাতে মাছ ধরতে গিয়েছিলেন। সে আগে থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিল। তিনি জানান সবার ধারনা শনিবার সকালে সে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে মৃত্যু বরন করেছে। তবে তার মৃত্যু নিয়ে কারোর উপর পরিবারের কোন অভিযোগ নেই।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলী রাজার লাশ উদ্ধার করে এবং বিধিমোতাবেক প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে। প্রাথমিক সুরতহালে অস্বাভাবিক কিছু পাওয়া যায় নি। পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।