বীর মুক্তিযোদ্ধা আব্দুল নূর আর নেই- বিকালে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের নন্দীরফল এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল নূর আর নেই। সোমবার সকাল ৭টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না…রাজিউন)। তিনি দীর্ঘদিন থেকে দূরারোগ্য ব্যাধিতে ভোগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৩ বছর। তিনি স্ত্রী, সন্তান, ভাই, ভাতিজাসহ স্বজন ও প্রিয়জন রেখে গেছেন। তিনি বিয়ানীবাজারের তরুণ সাংবাদিক জুবায়ের আহমদের চাচা।
আজ বাদ আসর বীর মুক্তিযোদ্ধা আব্দুল নূরের জানাযার নামাজ নন্দীরফল জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। পরে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।
সাংবাদিক জুবায়ের আহমদের চাচা বীর মুক্তিযোদ্ধা আব্দুল নূরের মৃত্যুতে শোক জানিয়েছেন বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সুয়াইবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক তোফায়েল আহমদসহ প্রেস ক্লাবনেতৃবৃন্দ। পৃথক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীল সমবেদনা জ্ঞাপন করেন।