সিলেট
সিলেটসহ বিভিন্ন স্থানে ভূমিকম্পে অনুভূত

সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়া অফিসার ফারজানা সুলতানা জানিয়েছেন, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের গোলাপগঞ্জ।
শুক্রবার (১৬ জুন) বেলা পৌনে ১১টার দিকে কম্পনটি অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫। উৎপত্তিস্থল সিলেট থেকে ২৩ কিলোমিটার দূরে বাংলাদেশ-ভারত সীমান্তে, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার।