সিলেট

ফেঞ্চুগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেপ্তার

টাইমস ডেস্কঃ সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপ ও দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শনিবার (১০ জুন) রাত ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ সেতুর টোল প্লাজা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।

এসময় ডাকাতির কাজে ব্যবহৃত লোহার হেমার, গ্রিল কাটার যন্ত্র, রামদা, টর্চ লাইট, রশি, মোবাইল, বিভিন্ন ধরনের স্লাইড রেঞ্জ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জের বিশম্ভরপুর উপজেলার মুক্তিখলা গ্রামের খোকন মিয়ার ছেলে মোবারক মিয়া (২২), একই উপজেলার জামালপুর গ্রামের খুর্শেদ আলমের ছেলে মো. আশরাফুল আলম (২৮), ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার বাখরপুর গ্রামের মৃত আ. ছাত্তারের ছেলে জাকির হোসেন মিলন (৩৫)।

ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ জানায়, আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ও পলাতক অপরাপর আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

 

Back to top button