বিয়ানীবাজার টিকড়পাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদকঃ সিলেট-জকিগঞ্জ সড়কের বিয়ানীবাজারের টিকরপাড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (১২ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী মো. মাইদুল ইসলাম (২১) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার তারাপুর গ্রামের মো. নওশের আলীর ছেলে।
মাইদুল একটি কোম্পানির মার্কেটিং ব্যবস্থাপক ছিলেন।
জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, বিকাল সাড়ে ৪টার দিকে সিলেট থেকে ছেড়ে যাওয়া বিয়ানীবাজারগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-১৭৫৬) বিয়ানীবাজারের টিকরপাড়া বাজারে মোটরসাইকেল (ঢাকা মেট্রো-হ-৪২-৩৪৩৩) আরোহী মাইদুলকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে পুলিশ। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাককে জব্দ করে পুলিশ। পালিয়ে যাওয়া চালককে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।