বিয়ানীবাজার সংবাদ

পুলিশ সুপারের উদ্দ্যোগ, বিয়ানীবাজার থানায় কর্মরত পুলিশ সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা ও জরুরী ঔষধ প্রদান

প্রেসবিজ্ঞপ্তিঃ সাধারন মানুষের নিরাপত্তা, অপরাধ ধমনসহ নানা কাজে দিন রাতের পুরোটা সময় ব্যস্ত থাকে পুলিশ। কখনো কখনো ঠিকঠাক ভাবে পরিবারকেও সময় দেয়া হয় না তাদের। এবার সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন পুলিশ অফিসারদের স্বাস্থ্যের কথা চিন্তা করে নিয়েছেন এক প্রশংসনীয় উদ্দ্যোগ।

মঙ্গলবার(১৩ জুন) সিলেট জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনের নির্দেশনায় স্বাস্থ্য সেবাকে সিলেট জেলা পুলিশের দৌড় গোড়ায় পৌছে দিতে বিয়ানীবাজার থানায় কর্মরত অফিসার-ফোর্সদের স্বাস্থ্য পরিক্ষা করতে আসে সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম। এসময় তাদের স্বাস্থ্য পরিক্ষা করে জরুরী ঔষধ সরবরাহ করা হয়।

সিলেট জেলায় পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন যোগদানের পর থেকে বিভিন্ন সমস্যা নিরশনের পাশাপাশি নজর রাখেন পুলিশ সদস্যদেরও নানা সমস্যার দিকে। তার এমন উদ্দ্যোগে বেশ খুশি বিয়ানীবাজার থানায় কর্মরত পুলিশ সদস্যরা। তারা জানান পুলিশ সুপারের এমন উদ্দ্যোগ, পুলিশ সদস্যদের প্রতি দায়িত্ব দেখে নিশ্চিত ভাবে তাদের মনে ভালোবাসার সঞ্চার করে।

জানা যায় সিলেট জেলাধীন সকল থানায় পর্যায়ক্রমে মেডিকেল টিমের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম অব্যাহত থাকবে।

Back to top button