খেলাধুলা

আজ হাসান মাহমুদের বিয়ে, মেয়ের বাড়ি গোপালগঞ্জ

অবশেষে আজ বিয়ের পিঁড়িতে বসছেন বাংলাদেশ জাতীয় দলের তরুণ পেসার হাসান মাহমুদ। আজ শুক্রবার ৯ জুন ঢাকাতেই তার বিয়ে সম্পন্ন হবে বলে জানিয়েছেন হাসানের বাবা মো. ফারুক।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মো. ফারুক জানান, হাসান নিজেই বিয়ের জন্য মেয়ে পছন্দ করেছেন। গত বুধবার ৭ জুন তার বাগদান হয়েছে। মেয়ের বাড়ি গোপালগঞ্জ। তারা সপরিবারে ঢাকায় থাকেন। তবে তিনি হবু পূত্রবধূর নাম জানাতে পারেননি।

গত বুধবার জাতীয় দলের অনুশীলনের ফাঁকে দেখা যায়, গ্র্যান্ডস্ট্যান্ডে দুই শিশুকে নিয়ে দাঁড়িয়ে থাকা হাসানের বাবা ফারুকের সঙ্গে ক্রিকেটার তাসকিন আহমেদ ও এবাদত হোসেন ছবি তুলছেন। বিষয়টি গণমাধ্যমকর্মীদের নজরে আসে। এ সময় তিনি ছেলের বাগদান অনুষ্ঠানের জন্য লক্ষ্মীপুর থেকে ঢাকায় এসেছেন বলে গণমাধ্যমকর্মীদের জানান। এর সঙ্গে জানিয়েছেন ছেলের বিয়ে নিয়ে বড় ইচ্ছের কথাও।

তিনি জানান, ওয়ানডে বিশ্বকাপের আগেই ছোট পরিসরে হাসান বিয়ে করবেন। তার বিয়ের অনুষ্ঠান হবে বিশ্বকাপের পর, তখন জাতীয় দলের সব ক্রিকেটারকে লক্ষ্মীপুর নিয়ে যাওয়ার ইচ্ছে তার। ইচ্ছে আছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠান করারও। লক্ষ্মীপুর জেলার ক্রিকেট কোচ মনির হোসেন বলেন, শুক্রবার হাসানের ছোট পরিসরে বিয়ে হবে। তবে হাসানের বাগদত্তার নাম তিনিও জানাতে পারেননি।

এদিকে গত ২০২০ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে পথচলা শুরু হাসানের। এখন পর্যন্ত ১১ ওয়ানডেতে ১৮ উইকেট নিয়েছেন ২২ বছর বয়সী এই পেসার। ১৬ টি-টোয়েন্টিতেও পেয়েছেন সমান উইকেট। হাসান লক্ষ্মীপুর জেলা শহরের বাগবাড়ি এলাকার বাসিন্দা।

Back to top button
error: Alert: Content is protected !!