বিয়ানীবাজার সংবাদ

টিকটক নিয়ে কড়া নির্দেশনা বিয়ানীবাজার সরকারি কলেজের!

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক, লাইকি, বিগো লাইভ, স্ন্যাক ভিডিওসহ অন্যান্য মাধ্যমে ব্যবহারযোগ্য ভিডিও ধারণ নিষিদ্ধের পাশাপাশি ধারণকৃত ভিডিও মুছে ফেলার নির্দেশ দিয়েছে কলেজ প্রশাসন।

বৃহস্পতিবার বিকেলে কলেজ প্রশাসনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের এ নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করা হয় এ বিজ্ঞপ্তিতে।

সম্প্রতি কলেজ ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীদের টিকটক ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় অভিযোগ রয়েছে। কলেজ ক্যাম্পাসে যারা ভিডিও ধারণ করেছে করছে তাদেরকে অবিলম্বে ভিডিও মুছে দেওয়ার নির্দেশ দিয়েছে কলেজ প্রশাসন।

Back to top button
error: Alert: Content is protected !!