যথাযোগ্য মর্যাদায় ছয় দফা আন্দোলনের প্রথম শহীদ শহীদ মনু মিয়াকে স্মরন
নিজস্ব প্রতিবেদকঃ ৬ দফা আন্দোলনের প্রথম শহীদ মনু মিয়াকে আজ ও ভুলে যান নি বিয়ানীবাজারবাসী। শহীদ মনু মিয়ার প্রয়ান দিবসে মনু মিয়া স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে পৌরশহরের নয়াগ্রামে তাঁর স্মৃতিফলকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান খানের সভাপতিত্বে এবং মনু মিয়া স্মৃতি সংরক্ষণ পরিষদের সদস্য সচিব খালেদ জাফরীর সঞ্চালনায় পৈতৃক নিবাসের সামনে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্থবক অর্পন করেন বিয়ানীবাজার পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ, প্রাথমিক শিক্ষক সমিতিসহ স্থানীয় বিভিন্ন সংগঠন।
পুষ্পস্তবক অর্পনের আগে অতিথীরা শহীদ মনু মিয়াকে স্মরন করে সেদিনের বিভিন্ন ঘটনা তুলে ধরেন। অতিথিরা জানান, শহীদ মনুমিয়াকে চিনেন না নতুন প্রজন্ম। প্রত্যেকটি স্কুলে মনু মিয়াকে নিয়া আলোচনা সভা করার দাবী জানান বক্তারা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ দ্বারকেশ চন্দ নাথ, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ প্রমুখ।
উল্লেখ্য, শহীদ মনু মিয়া পারিবারিক সমস্যার কারণে প্রাথমিকের বেশি লেখাপড়া করতে পারেননি। ২০-২২ বছর বয়স পর্যন্ত বাড়িতে গৃহস্থালি কাজ করেন। অতঃপর জীবিকার তাগিদে ঢাকায় পাড়ি দেন। গাড়ি চালানো শিখে চাকরি নেন এক কোমল পানীয়ের কোম্পানিতে, ১৯৬৬ সালের ৭ই জুন সকাল ১১টার দিকে তেজগাঁও শিল্প এলাকার শ্রমিক কর্মচারীরা মিছিল নিয়ে রাজপথে বের হয়। তারা তেজগাঁও রেলস্টেশনের আউটার সিগনালের কাছে অবস্থান নিয়ে রেললাইন অবরোধ করে। পুলিশরা তাদেরকে দমানোর চেষ্টা করে ব্যর্থ হলে একপর্যায়ে প্রতিবাদকারী শ্রমিক-জনতার ওপর গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ৩০ বছর বয়সী শ্রমিক মনু মিয়া। ছয় দফা আন্দোলনের প্রথম শহীদ ছিলেন তিনি।
শহীদ মনু মিয়ার জন্ম সিলেট জেলার বিয়ানীবাজার পৌরশহরের নয়াগ্রামে। পিতা মনহুর আলী খানের ৬ পুত্র ও ৩ কন্যার মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।