বিয়ানীবাজার সংবাদ

৯দিন থেকে বিয়ানীবাজার থেকে নিখোঁজ টিপুর লাশ ময়মনসিংহের পাওয়া খবর!

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের অন্তর্গত আঙ্গারজুর গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী এমদাদ হোসেন টিপুর লাশের সন্ধান মিলেছে জানিয়েছেন স্বজনরা। ৯ দিন পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহ পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন তার চাচাত ভাই ব্যবসায়ী জুয়েল আহমদ।

তিনি জানান, নিখোঁজ টিপুর লাশ পাওয়া গেছে। আমরা এখন তার লাশ বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করতেছি।

জানা যায়, ২৭ বছর বয়সী এই তরুণ গেল ২৭ মে (শনিবার) দুপুর থেকে নিখোঁজ ছিল। আত্মীয়-স্বজনের বাড়ি সহ অনেক জায়গায় খুজেও তার সন্ধান মিলেনি। পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহ পাওয়া যায়। এর আগে ভারসাম্যহীন অবস্থায় তাকে মাটিতে পড়া অবস্থায় দেখতে পেয়ে সেখানকার এক ব্যক্তি তাকে হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়তার শনিবার তার মৃত্যু হয়।

Back to top button