হবিগঞ্জ

আজমিরীগঞ্জে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, সিলেট থেকে উদ্ধার

টাইমস ডেস্কঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরশহর থেকে নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্র আবু বক্কর(১৩)কে সিলেটের একটি মাদ্রাসা থেকে উদ্ধার করেছে তার স্বজনরা।

শনিবার (৩ জুন) দুপুরে সিলেট নয়া সড়কস্থ মাদ্রাসা থেকে আবু বক্করকে উদ্ধার করেন তার পিতা মোবাল্লিক মিয়া ।

এর আগে গত ৩১ মে বুধবার সন্ধ্যার পর অভিমান করে বাড়ি থেকে নিখোঁজ হন আবু বক্কর। শুক্রবার (২ রা জুন) আবু বক্করের পিতা মোবাল্লিক মিয়া এই বিষয়ে আজমিরীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন (জিডি নং -৬১)।

আবু বক্করের পিতা মোবাল্লিক মিয়া বলেন, গত বুধবার সন্ধ্যার পর অভিমান করে বাড়ি থেকে নিখোঁজ হন আবু বক্কর। বৃহস্পতিবার থেকে খোজাঁখুজি শুরু করি আমি। শুক্রবার সকালে এই বিষয়ে আজমিরীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। শুক্রবার দুপুরে খবর পাই আবু বক্কর ঢাকার বাসের টিকেট কেটেছিল। দুপুরেই ঢাকার উদ্দ্যেশে রওনা দেই। সেখান থেকে জানতে পারি আবু বক্কর সিলেটে চলে এসেছে। শনিবার দুপুরে সিলেটর নয়া সড়ক মাদ্রাসা থেকে আবু বক্করকে উদ্ধার করি।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাসুক আলী বলেন, মোবাল্লিক মিয়া উদ্ধারের বিষয়টি আমাকে অবগত কররছেন৷ উনারা সিলেট থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

Back to top button
error: Alert: Content is protected !!