জৈন্তাপুর প্রতিনিধিঃ জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের আহমদে নগর কালেশ্বর চিকনাগুল পাহাড় চা-বাগান এলাকায় পিতা-পুত্রের কথা কাটাকাটির জের ধরে ছেলের হাতে বৃদ্ধ পিতা সাধু পাত্র (৬০) খুন হয়েছেন।
এই ঘটনায় পুলিশ রাতে অভিযান চালিয়ে ছেলে-কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গত ৩ জুন শনিবার সন্ধ্যা রাত ৮টার দিকে বসতবাড়ি’তে বেড়া দেওয়া-কে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাগেছে, আহমদে নগর কালেশ্বর চিকনাগুল পাহাড় চা-বাগান এলাকায় নিজের বসতবাড়ি’তে পিতা-পুত্রের মধ্যে কথা কাটাকাটি হয়,এসময় ছেলে দা- দিয়ে বৃদ্ধ পিতা-কে মাথায় আঘাত করলে তিনি গুরুত্বর আহত হন। স্থানীয় জনতা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্বার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ।
গভীর রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধ পিতা সাধু পাত্র (৬০) মারা যান।
ঘটনার পর পুলিশ রাতে অভিযান চালিয়ে ছেলে চৈতন্য পাত্র (২২)-কে গ্রেফতার করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার বিস্তারিত তথ্য উদঘাটনের চেষ্টা করেন।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ রাতে অভিযান চালিয়ে ঘাতক ছেলে-কে গ্রেফতার করা হয়। ঘটনায় ব্যবহৃত দা উদ্বার করা হয়েছে। আটক ছেলে চৈতন্য পাত্রকে থানা হেফাজতে রাখা হয়েছে।