টাইমস ডেস্কঃ যুক্তরাজ্যের বাঙালী অধ্যুষিত পূর্ব লন্ডনের বারা অফ টাওয়ার হ্যামলেটসের নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন বিশ্বনাথের কৃতি সন্তান জাহেদ বক্ত চৌধুরী। তিনি বিশ্বনাথ পৌর এলাকার পূর্ব চান্দশীরকাপন গ্রামের আফরোজ বক্ত চৌধুরীর পুত্র। বুধবার (১৭ মে) অভ্যর্থনা অনুষ্ঠানের মধ্যদিয়ে তিনি স্পিকারের দায়িত্ব গ্রহন করেন।
জাহেদ বক্ত চৌধুরী টাওয়ার হ্যামলেটসের লেন্সবারি ওয়ার্ডে এস্পায়ার পার্টি থেকে ২০২২ সালে প্রথমবারে মতো কাউন্সিলর নির্বাচিত হন।
উল্লেখ্য, ইতিপূর্বে বিশ্বনাথের কৃতি সন্তান মো. আয়াছ মিয়া টাওয়ার হ্যামলেটসের স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেন।