সিলেট
তবে কি সিসিক নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন আরিফুল হক চৌধুরী
নিজস্ব প্রতিবেদক, সিলেটঃ তবে কি সিসিক নির্বাচন থেকে সরে যাচ্ছেন বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। নিজের নিরাপত্তায় থাকা আনসার প্রত্যাহার করা নিয়ে উদ্বিগ্ন হওয়ায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচনে অংশগ্রহন নিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, দলের সিদ্ধান্তের বাইরে চুল পরিমান ও এদিক সেদিক হবে না
এসময় তিনি তার বক্তব্যে ইভিএমের সমালোচনা করে বলেন, আগামী ২০ তারিখ নির্বাচনে অংশগ্রহন নিয়ে বিস্তারিত জানাবেন।
উল্লেখ্য, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন ইভিএমে হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ জুন।
এখন পর্যন্ত মেয়র ও কাউন্সিলর পদে মোট ৪৩৬ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে মেয়র পদে ৮, সাধারণ ওয়ার্ডে (পুরুষ) ৩৩৮ ও সংরক্ষিত (নারী) ওয়ার্ডে ৯০ জন কিনেছেন মনোনয়ন।