বিয়ানীবাজারে ভেজাল কসমেটিকস বিক্রি বন্ধে অভিযান
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে মোবাইল কোর্টের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ভেজাল কসমমেটিকস বিক্রির অভিযোগে একাধিক প্রতিষ্টানে জরিমানা করা হয়।
সোমবার (১৫মে) উপজেলার জামান প্লাজাস্থ মেসার্স আরিফ লেডিস কর্নারে অভিযান চালিয়ে বিএসটিআই নিষিদ্ধ কৃত চাদনী ও গৌরি স্কীন ক্রীম বিক্রয় করার অপরাধে বিএসটিআই আইন ২০১৮ অনুসারে ১০ হাজার টাকা এবং কলেজ রোড মেসার্স ফেন্সি ফেয়ারে অভিযান পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে বিএসটিআইর মোবাইল টিম।
উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফসানা তাসলিমের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট, মোবাইল কোর্টে উপস্হিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস সিলেটের কর্মকর্তা মো. তারিকুল ইসলাম সুমন, ফিল্ড অফিসার (সিএম) মোবাইল প্রসিকিউটর।
বিয়ানীবাজার পৌরশহরসহ উপজেলার অন্যান্য হাটবাজারের কসমেটিকস পণ্য বিক্রির দোকানে ভেজাল মালামাল রাখা হয় বলে অভিযোগ আছে।