বিয়ানীবাজার সংবাদ

“বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী কেনাবেচা হয়”

তোফায়েল আহমদ: “বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী কেনাবেচা করে দালালরা’ খোঁদ এমন অভিযোগ করেছেন বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহরিয়ার রহমান শুভ। তিনি বলেন, রোগীরা আসলে চিহ্নিত দালালচক্রের সদস্যরা তাদেরকে বিভিন্নভাবে প্রলুব্ধ করে প্রাইভেট হাসপাতালে নেয়ার চেষ্টা করে এবং অনেক সময় সহজ সরল রোগীরা দালালদের ফাঁদে পা দেন। তিনি এসব দালালদের ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে।

বিয়ানীবাজারের লোকাল এ চিকিৎসক দালালদের দৌরাত্ন্য সহ হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, চিকিৎসক সংকট, নিয়মিত ঔষধের সংকট, বিভিন্ন ওয়ার্ডে মাত্রাতিরিক্ত ভিজিটর, সিট ও স্টোর রুমের সংকটের কারনে চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে। এছাড়া তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের বাউন্ডারি দেয়াল ভাঙ্গা থাকায় মাদকাসক্তের আড্ডার কথা উল্লেখ করেন।

সোমবার (১৬ মে) দুপুরে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে নবজাতকের মৃত্যু ও নার্সদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগের ব্যাপারে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। তিনি তার বক্তব্যে, চিকিৎসার মান ও হাসপাতালে আসা রোগীদের সেবার মান বাড়াতে চিকিৎসকসহ সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেন। তিনি নার্সদের বিরুদ্ধে যেসব অসহযোগীতার অভিযোগ পাওয়া যায় তা খতিয়ে দেখতে নির্দেশ দেন এবং হাসপাতালের সমস্যা নিরসনে স্থানীয় সংসদ সদস্যসকে নিয়ে চেষ্টা করবেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিয়ানীবাজার উপজেলা নির্বাহি কর্মকর্তা মিজ আফসানা তাসলিম, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মনিরুল ইসলাম খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনুপ চক্রবর্তী, নার্স সুপারভাইজার পারুল আক্তার এবং হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারিরা।

Back to top button