সিলেট

সাদা পাথরে মাঝিকে সাহায্য করে চলে তার সংসার!

মহসিন রনি, সাদা পাথর থেকে ফিরে ঃ সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জের সাদা পাথর সাপ্তাহিক ছুটির দিনে প্রাণ খুলে পাহাড়ের মনোরম দৃশ্য আর পাথরের সাথে ঠান্ডা পানির পরশ নিতে ছুটে আসেন সাধারণ দর্শনার্থীরা। গত কয়েক বছরে এই পর্যটন স্পটে বেশ কিছু পরিবর্তন এসেছে নতুন নতুন পণ্যের দোকানের পাশাপাশি জনপ্রিয়তায় স্থানীয় খাবারের রেস্টুরেন্টে গুলোও প্রশংসা কুড়াচ্ছে।

তবে সাদা পাথরের প্রধান স্পটে যেথে প্রয়োজন নৌকার আর যেখানে ব্যবহৃত হয় ইঞ্জিন নৌকা তবে পানি কম থাকাতে ইঞ্জিন নৌকা অনেক সময় পাথরে আটকে যায় যার জন্য নৌকায় মাঝির সাথে একজন সহযোগী থাকে যে কম পারিশ্রমিকেও প্রত্যাশার চেয়ে বেশিই শ্রম দেয়। বলছি সবুজের (ছদ্ম নাম) কথা যেই বয়সে স্কুলে বন্ধুদের সাথে পড়ালেখায় মনোনিবেশ করার কথা সেই বয়সে মাঝির সহযোগী হিসেবে পরিবারের হাল ধরেছে। বাস্তবতার কাছে মাথা পেতে নিয়ে সে পরিবারে মুখে হাসি ফুটানোর ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত কখনো তাপমাত্রার রসিকতায় পুড়ছে আবার কখনো বৃষ্টিতে ভিজছে। গল্পের ছলে নীরবেই সবুজ (ছদ্মনাম) দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে যায় দিনের কর্মসূচিতে।

জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রতে এভাবে আনাচে কানাচে ছড়িয়ে আছে কয়েকশো তরুন যারা পরিবারের হাল ধরেছে এই বয়সে। পর্যন্ত কেন্দ্রটিতে নতুন নতুন পণ্যের দোকান বাড়ায় বেজায় খুশি তারা কারন একটাই কর্ম সংস্থান হয়েছে।

শুক্রবারে জুম্মার নামাজের পর কয়েক হাজার পর্যটন প্রেমী মিলিত হন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। আব্দুল মালেক নামের এক পর্যটক বলেন, পরিবার নিয়ে বেড়াতে এসেছি, সাপ্তাহিক ছুটির দিনে সবাইকে নিয়ে একটু ঘুরাঘুরি চেষ্টা করছি, সাদা পাথর দেখতে সুন্দর যে কেউ পরিবার নিয়ে আসলে আনন্দ করতে পারবেন।

Back to top button