বিয়ানীবাজার সংবাদ

সিলেটে কুড়িয়ে পাওয়া টাকা ও স্বর্নালংকারের মালিককে খুজছেন বিয়ানীবাজারের কমর উদ্দিন

রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা ও স্বর্নালংকারের মালিককে খুজছেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের দুধবকশী গ্রামের হাজী কমর উদ্দিন। গত বুধবার  সিলেট ওসমানীনগর কামারগাও গ্রাম বেয়াইয়ের বাড়ি থেকে ফিরে আসার পথে সিলেট নগরীর হুমায়ুন চত্বরে টাকা ও স্বর্নালংকার খুজে পান।

সহজ সরল মানুষ হিসাবে ঐ টাকা ও স্বর্নালংকারের প্রকৃত মালিককে খুজে বের করা অনুরোধ জানান।

তিনি জানান, টাকা ও স্বর্নালংকারের প্রকৃত মালিক স্ক্রলে দেয়া নাম্বারে যোগাযোগ করে সত্যতা নিশ্চিত করে তার জিনিসপত্র নেয়ার অনুরোধ জানান। 01893344582

রাস্তায় কুড়িয়ে পাওয়া স্বর্নালংকার ও টাকা পেয়ে ফেরত দেয়ার এমন আকুতি নজিরবিহীন এবং সততার উজ্জ্বল দৃষ্টান্ত। সহজ সরল কমর উদ্দিনকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা।

Back to top button