বিয়ানীবাজার সংবাদ

৭ দিনের সফরে সিলেটে নুরুল ইসলাম নাহিদ

বিয়ানীবাজার টাইমসঃ ৭দিনের সফরে সিলেটে এসে পৌছেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।

তিনি শনিবার সকালে সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌছান। সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান সিলেটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ৭ দিনের সফরে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের কর্মীসভা, মতবিনিময়, গণসাক্ষাৎ এবং বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিভিন্ন সভা সমাবেশে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন।

৭দিনের এ সফর শেষ হবে আগামী ১২ মে। তিনি ওই দিন রাত সাড়ে ৮টায় বিমানযোগে সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

Back to top button