সিলেট

ঈদে খোলা ট্রাকে ডিজে পার্টি, সিলেটে কঠোর পুলিশ, জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদকঃ ঈদের দিন থেকে উঠতি বয়সি তরুনরা যেন বেপরোয়া হয়ে ওঠেছে। এবার তাদের বিরুদ্ধে কঠোর হয়েছে প্রশাসন।

বাইক আর খোলা ট্রাকে মাইকের সাউন্ডের কারনে সিলেটের পর্যটন এলাকার স্থায়ী বাসিন্দারা পড়েছেন চরম বিপাকে। বিষয়টি পর্যটক ও স্থানীয় জন সাধারণদের বিরক্তির কারণ হয়ে দাড়িয়েছিল। সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এঁর নির্দেশনায় খোলা ট্রাকে উচ্চ বাদ্যযন্ত্রে এমন ডিজে পার্টির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানা ও ট্রাফিক পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

বিশেষ করে সিলেটের পর্যটনের মূল স্থান গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর মডেল থানা ও ট্রাফিক পুলিশের সদস্যরা যৌথ তৎপরতায় খোলা ট্রাকে এসব ডিজে পার্টির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। উল্টো মালামাল পরিবহনের ট্রাকে মানুষ পরিবহন করায় ট্রাকের চালকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে জরিমানার কাগজ প্রদান করে।

স্থায়ী বাসিন্দারা বলছেন খোলা ট্রাকে তরুন যুবকরা মাইক বাজিয়ে ডিজে গান করে আসেন। রাত দিনে মাইকের বিরক্তিকর সাউন্ডে আমরা হাপিয়ে ওঠেছি। বাসায় অনেকের হার্টের রোগী থাকেন। তাদের অতিরিক্ত শব্দ শোনা নিশেধ। কিন্তু দরজা জানালা লাগিয়ে সাউন্ড আটকানোর উপায় নেই।

এদিকে সিলেট জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান এসব পর্যটক স্থানের স্থায়ী বাসিন্দাদের কথা চিন্তা করে প্রশাসন কঠোর হয়েছে। কারন স্থানীয় সাধারন মানুষের দাবী তাদের অনেক সমস্যা হচ্ছে অতিরিক্ত শব্দের কারনে। তাদের দাবী পর্যটব স্পটে গিয়ে তারা ডিজে করতে পারে মাইক বাজাতে পারে। রাস্তায় ডিজে সাউন্ড দিয়ে মানুষের বিরক্তির কারন কেন করবে।

এদিকে ঈদের দিন থেকে রাস্তায় তরুণদের মোটরসাইকেলের পরিমান বেড়েছে অধিক। সংবাদ মাধ্যমের খবরনুযায়ী ঈদের দিন থেকে বেড়েছে দুর্ঘটনার ও সংখ্যা। এদিকে পন্য পরিবহনের গাড়িতে মাইক বেধে ডিজে পার্টি করে আনন্দে ভ্রমনে ও যাওয়ার মাত্রাটা বেড়েছে।

Back to top button
error: Alert: Content is protected !!