ঈদের দিনে বিয়ানীবাজার থেকে ৩ কেজি গাজাসহ মাদককারবারী আটক

নিজস্ব প্রতিবেদকঃ ঈদের দিনে ও বসে নেই বিয়ানীবাজার থানা পুলিশ। পবিত্র ঈদুল ফিতরের দিনে বিয়ানীবাজার থানা পুলিশের একটি চৌকস টিম শনিবার অভিযান চালিয়ে দুবাগ ইউনিয়নের পাঞ্জিপুড়ি সাকিনে জিরোপয়েন্ট-মইয়াখালী ভাঙ্গা থেকে ৩ কেজি গাজাসহ এক ব্যাক্তিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সেই ব্যাক্তির নাম বদই মিয়া(৩২)। সে দুবাগ ইউনিয়নের রফিক মিয়ার পুত্র।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান ঈদের দিনে ও সাধারন মানুষের জন্য কাজ করে পুলিশ। পুলিশের একটিই লক্ষ্য সাধারন মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। তারই ধারাবাহিকতায় ঈদের দিন গূপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানের দুবাগ ইউনিয়ন থেকে গাজাসহ মাদক কারবারী বদই মিয়াকে আটক করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
তরুন সমাজকে বাচাতে মাদকের বিরুদ্ধে কঠোর ভাবে কাজ করছে প্রশাসন। মাদককারবারীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় নিয়ে আসতে নিরলস ভাবে কাজ করছে পুলিশ।