ঈদকে সামনে রেখে বিয়ানীবাজারে ব্যস্ত সময় পার করছেন দর্জিরা

মহসিন রনি : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রমজান মাসে প্রতিবারের ন্যয় এবারো ব্যস্ত সময় পার করছেন প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারের দর্জিরা। তৈরিকৃত ড্রেসের পাশাপাশি থান কাপড়ের জনপ্রিয়তা উপজেলাতে বেশ পুরনো তাই তো ঈদ মৌসুম এলেই দর্জিদের ব্যস্ততা বেড়ে যায় কয়েকগুণ। বিয়ানীবাজার পৌর শহরের বিভিন্ন মার্কেট এবং অলিতে-গলিতে প্রায় অর্ধশতাধিক ট্রেইলার্সের দোকানে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দীর্ঘ লাইন থাকে কাপড় বানাতে আসা লোকদের।
সরেজমিনে বিয়ানীবাজারের বিভিন্ন ট্রেইলার্স ঘুরে দেখা যায়, গতবারের তুলনায় এ বছর বিদুৎ সমস্যার কারনে অনেক সময় গ্রাহকের নির্ধারিত তারিখের তৈরিকৃত কাপড় বুঝিয়ে দিতে হিমশিম খাচ্ছেন দর্জিরা। তবে বেশিরভাগ নারীরাই ঝুকছেন ট্রেইলার্স গুলোতে বিশেষ করে ড্রেস বানাতে ব্যস্ত সময় পার করছেন ট্রেইলার্সে কর্মরতরা।
খান ট্রেইলার্স এর স্বত্বাধিকারী খান প্রতিবেদককে জানান, সময় বাড়ার সাথে সাথে কাজের চাপ বেড়েছে। কাস্টমারের চাহিদা অনুযায়ী চাঁদ রাত পর্যন্ত তাদের কাজ করতে হয়। তবে বিদুৎ সমস্যার কারনে অনেক সময় হিমশিম খেতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রতি বছরে একবার আমাদের গ্রাহকদের ভীড় থাকে এই সময় দরকার নিরবিচ্ছিন্ন বিদুৎ সেবা।
ডায়মন্ড ট্রেইলার্স এর স্বত্বাধিকারী সোহাগ আহমদ বলেন, গতবারের চেয়ে এবার অনেক ভালো সাড়া পাচ্ছি। আশা করি শেষ মুহুর্ত পর্যন্ত সকলের চাহিদা অনুযায়ী সফলভাবে তাদের হাতে কাপড় তৈরি করে তুলে দিতে পারবো।