বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ভাসুরের হাতে গৃহবধু খুন, ১২ ঘন্টার মধ্যে সেই ভাসুর আটক

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাসুরের হাতে খুন হয়েছেন স্বপ্না বেগম (৪২) নামের এক গৃহবধু। মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের পূর্বকলা গ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ছোটভাইয়ের স্ত্রী খুনের ১২ ঘন্টার মধ্যে প্রধান আসামী আপন ভাসুর শফিক উদ্দিন (৬০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে পার্শ্ববর্তী জকিগঞ্জ উপজেলার বালিটেকা পরচক গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বিয়ানীবাজার থানার একদল পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামী শফিক উদ্দিন বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের পূর্ব খলাগ্রাম এলাকার মৃত ইব্রাহিম আলীর ছেলে।

থানা পুলিশ জানায়, মঙ্গলবার  নিহত গৃহবধূ স্বপ্না তারই স্বামীর বড় ভাই কর্তৃক ছুরিকাঘাতে নিহত হয়। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় (মামলা নং ১১ (০৪) ২০২৩)। পরবর্তীতে এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আসামীদের শনাক্তকরণ ও গ্রেপ্তারে বিয়ানীবাজার থানা পুলিশ তাৎক্ষণিক অনুসন্ধান কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় ১১ এপ্রিল রাতে বিয়ানীবাজার থানা পুলিশের শ্বাসরুদ্ধকর এক অভিযানে চাঞ্চল্যকর এই হত্যা মামলার প্রধান আসামী শফিক উদ্দিনকে পার্শ্ববর্তী জকিগঞ্জ উপজেলার বালিটেকা পরচক গ্রাম থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পুলিশের প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, নিহত স্বপ্না বেগমের স্বামী নাম আব্দুল মালিক। তিনি দুবাই প্রবাসী। তাদের দুই সন্তানের মধ্যে বড় ছেলে রুবেল আহমদ লিবিয়া প্রবাসী এবং ছোট মেয়ে জান্নাতুল আক্তার নওরিন সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত৷ স্বপ্না বেগমের সাথে তার ভাসুর শফিক উদ্দিনের সাথে জায়গা জমি সংক্রান্ত বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে ঘাতক শফিক উদ্দিন আপন ভাইয়ের স্ত্রী স্বপ্না বেগমকে ছুরিকাঘাত করে মারাত্মকভাবে আহত করে। পরবর্তীতে আহত স্বপ্না বেগমকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল অফিসার মো. সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হত্যাকান্ডে জড়িত অন্য আসামীদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চলমান রয়েছে বলে জানানো হয়।

Back to top button