মৌলভীবাজার

রাজনগরে স্ত্রীর দাবিতে স্বামীর বাড়িতে এসে লাঞ্চিত গৃহবধূ

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের রাজনগরে স্ত্রীর দাবি নিয়ে স্বামীর বাড়িতে এসে শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন ঝুলন রাণী দাস নামের এক মহিলা। রবিবার (৯ এপ্রিল) রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের পানিশাইল গ্রামের বিশ্বজিৎ চক্রবর্তীর বাড়িতে এ ঘটনা ঘটে।

সরজমিনে দেখা যায়, রবিবার বিকেল ৩ টায় পানিশাইল গ্রামের বিশ্বজিৎ চক্রবর্তীর(৩৮) বাড়িতে স্ত্রীর দাবিতে অবস্থান করছেন ঝুলন রাণী দাস (৩২) নামের এক মহিলা। তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ ইউনিয়নের বিমখালি গ্রামের মৃত রণি দাসের মেয়ে।

ঝুলন রাণী দাসের ভাষ্যমতে, আজ থেকে চার বছর পূর্বে তার সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় বিশ্বজিৎ চক্রবর্তীর। বিয়ের পর তিনি স্বামীর বাড়িতে ৭/৮ মাস সংসার করেন। তখন জানতে পারেন বিশ্বজিৎ চক্রবর্তীর প্রথম পক্ষের স্ত্রী ও একটি মেয়ে রয়েছে। এ বিষয়ে স্বামীর সঙ্গে কথা কাটাকাটির জেরে তিনি বাপের বাড়ি চলে যান। পরবর্তীতে স্বামীর সঙ্গে তিনি সুনামগঞ্জ ও সিলেটে বাসায় অবস্থান করেন। বিগত কয়েক মাস পূর্বে বিশ্বজিৎ চক্রবর্তী প্রবাস থেকে বাড়িতে আসেন এবং তার সঙ্গে অবস্থান করেন। কিন্তু মার্চ মাস থেকে প্রবাস যাওয়ার পরবর্তীতে বিশ্বজিৎ চক্রবর্তী তাকে স্ত্রী সম্মতিতে অস্বীকার জানান ও সকল যোগাযোগ বন্ধ করে দেন। রবিবার বিকেলে স্বামীর বাড়িতে আসলে বিশ্বজিৎ চক্রবর্তীর মা ছেলের বউ মানতে অস্বীকার জানান এবং গায়ে হাত তুলে ঘর থেকে বের করে দেন।

বিশ্বজিৎ চক্রবর্তীর মায়ের ভাষ্যমতে, এ মহিলা আমার ছেলের বউ নয় আমার ছেলের বউ আমার ঘরে। তাদের যা ইচ্ছা করতে পারে আমি এই মেয়েকে ঘরে তুলবো না।

এ ব্যাপরে পানিশাইল গ্রামের সাকেল মিয়া বলেন, আমি ঝুলনকে কয় বছর পূর্ব এই বাড়িতে দেখেছি। সে কয়েক মাস এ বাড়িতে ছিলো তবে তাদের মধ্যে কি সমস্যা হয়েছে আমার জানা নেই।

এ ব্যাপারে পানিশাইল গ্রামের রাণী বেগম বলেন, আমি এই মেয়েকে ৪/৫ দিন এই বাড়িতে দেখেছি কিন্তু বিশ্বজিৎ এর পূর্বের স্ত্রী রয়েছে তাই এ ব্যাপারে জিজ্ঞাসা করিনি। দক্ষিণ সুনামগঞ্জের সিশনি গ্রামের বাসিন্দা মুজাহিদ মিয়া বলেন, বিশ্বজিৎ ও ঝুলন আমার এখানে কয়দিন থেকেছে। আমাকে তাদের বিয়ের কোর্ট রেজিষ্ট্রেশন দেখিয়েছে।

উত্তরভাগ ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের সদস্য রফিক মিয়া বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। প্রথমে উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। আমি চেয়ারম্যানের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি এবং বিষয়টি ঈদের পরে বসে সমাধানের আশ্বাস দিয়েছি।

এ ব্যাপারে রাজনগর থানার ওসি (তদন্ত) হুমায়ুন আহমেদ বলেন, এ ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। অভিযোগ আসলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

Back to top button