সড়ক দুর্ঘটনায় সিলেটের মৃত্যুর সংখ্যা দিনদিন যেনো বেড়েই চলেছে। এবার রমজানে সিলেটের সড়কে ঝরলো মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর প্রান। ট্রাক ও পুলিশের পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ট্রাকের পেছনে থাকা মোটরসাইকেলের দুই আরোহী পাড়ি জমান মধ্যরাতে।
বুধবার মধ্যরাতে মোটর সাইকেল আরোহী আরোহী ফয়সল আহমদ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরআগে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক পুলক রায় মারা যান। নিহতরা পরষ্পরের বন্ধু বলে জানা গেছে।
বুধবার রাত ১০টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের গোয়াইনঘাট থানাধীন মিত্রিমহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে
নিহত পুলক রায় সিলেটের শিববাড়ি এলাকার গোপাল রায়ের ছেলে এবং ফয়ছল আহমদ শাহপরান এলাকার ফারুক মিয়ার ছেলে।
এ দুর্ঘটনায় বিক্রম মণ্ডল নামে বাইকের আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
খবর পেয়ে স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা।
সিংক-স্বজনের কান্না বক্তব্য