বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে রহস্যময়ভাবে কেয়ারটেকার যুবক নিখোঁজ, মিললো চাঞ্চল্যকর তথ্য

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের পূর্বপার এলাকার একটি বাড়ি থেকে একজন বহিরাগত যুবক নিখোঁজের ঘটনা ঘটেছে। নিখোঁজ যুবকের নাম নাহিদ (৩৫), সে ঐ এলাকায় আব্দুল হেকিমের বাড়িতে কয়েক বছর থেকে কেয়ারটেকার হিসাবে বসবাস করে আসছিলো।

শুক্রবার (৩১ মার্চ) ভোর রাত থেকে সে নিখোঁজ হয়। তবে তার বিছানায় পাওয়া রক্ত নিয়ে রহস্য দেখা দেয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) মোঃ জাকির হোসেন ও বিয়ানীবাজার থানার ওসি তাজুল ইসলাম পিপিএমের নের্তৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। শুক্রবার  বিকালে সাড়ে তিনটার দিকে পিবিআই ও ডিবি পুলিশের পৃথক দুইটি তদন্ত দল ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নীলফামারি জেলার কিশোরগঞ্জ থানা বড়ভিটাবাজার এলাকার হোসেন আলীর পুত্র তাইতুল ইসলাম নাহিদ গত ১৪ বছর থেকে মাথিউরা পূর্বপারে অবস্থান কাজ করতো। সে ২০১৭ সাল থেকে আব্দুল হেকিমের বাড়ির কেয়ারটেকার হিসাবে কাজে যোগ দেয়।

তবে পুলিশের একটি সুত্র নিশ্চিত করেছে, নিখোঁজ নাহিদের দেয়া পরিচয় ছিলো ভূয়া, সে একটি খুনের আসামী এবং আত্নগোপন করে দীর্ঘদিন এখানে বসবাস করে আসছিলো।

মাথিউরা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিন জানান, তিনি খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করেন। পুলিশি তদন্তে বিস্তারিত জানা যাবে। তিনি অপর এক প্রশ্নের জবাবে জানান, নিখোঁজ নাহিদের জাতীয় পরিচয়পত্র বিয়ানীবাজারের হলেও সে বহিরাগত।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম পিপিএম বলেন, নিখোঁজ নাহিদের রুম থেকে পাওয়া রক্ত ল্যাবে পাঠানো হয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে প্রাথমিকভাবে মনে হয়েছে সে পালিয়েছে, তবে তদন্তে মুল ঘটনা উঠে আসবে।

Back to top button
error: Alert: Content is protected !!