বিয়ানীবাজারের মামুনের ভ*য়*ং*কর প্রতারনা, ডিবি পুলিশের নাটক সাজিয়ে ২০ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদকঃ এ যেন প্রতারনার এক ভয়ংকর রুপ। ডিবি পুলিশের নাকট সাজিয়ে এক ভুক্তভোগী তরুনীর কাছ থেকে প্রায় ২০ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন মামুনুর রশিদ তুহিন নামে এক যুবক। তার বাড়ি বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের পাড়িয়াবহর গ্রামে। সে ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তবে সে সিলেট নগরীতে বসবাস করে।
জানা যায়, মামুনুর রশিদ তুহিন এক ভয়ংকর প্রতারক। তার বিরুদ্ধে আদালতে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার এক তরুনীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় ২০ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ ছিল। অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত তার উপর গ্রেফতারি পরোয়ানা জারি করে। বুধবার দুপুরে বিয়ানীবাজার পৌরশহর এলাকা থেকে বিয়ানীবাজার থানার এএসআই মৃদুল দাস এর নেতৃত্বে এক দল পুলিশের সহযোগীতায় অভিযুক্ত এই যুবককে আটক করা হয়।
বিয়ানীবাজার থানা সূত্রে জানা যায় সিলেটের একটি প্রতারক চক্রের সক্রিয় সদস্য সে। গেল দুই বছর আগে ছাতকের এক তরুনীর বিরুদ্ধে ডিবিতে মাদক মামলা হয়েছে এমন একটি নাকট সাজায় সে। মিথ্যে সেই নাটক সাজিয়ে ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগী এই পরিবারের কাছ থেকে ১৯ লক্ষ ৪০ হাজার হাতিয়ে নিয়ে যায়। মামলার ভয় দেখিয়ে সে ঐ তরুনীকে প্রতারনার মাধ্যমে বিয়ে করে। যদিও সে আগে থেকে বিবাহিত তবে, এই পুরো ঘটনা সে লুকিয়ে রেখেছিলো ওই ভুক্তভোগী পরিবারের কাছে। পরে এই পুরো ঘটনার জের ধরে ভুক্তভোগী তরুনীর বাবা বাদী হয়ে আদালতে একটি লিখিত অভিযোগ পত্র দায়ের করেন।
প্রতারক মামুনের প্রতারনা এখানেই শেষ নয়। তার প্রতারনার হিসেবটা আরও বেশ দীর্ঘ। অভিযোগ রয়েছে তার চাচা যুক্তরাষ্ট্র প্রবাসীর কাছ থেকে জমিজমার কাগজপত্র টিক করার কথা বলে জালিয়াতির মাধ্যমে সিলেট নগরীর বাসাসহ প্রায় ২ কোটি টাকার সম্পত্তি সে বিক্রি করে দেয়
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম জানান, আটক মামুনের বিরুদ্ধে বিজ্ঞ আদালত কতৃক গ্রেফতারী পরোয়ানা ছিলো। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরন করা হয়। সেখানে বিজ্ঞ বিচারক তার জামিন আবেদন না মব্জুর করে কারাগারে প্রেরন করেন।