বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে পিএইচজি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে প্রাচীন ভবন ভাঙ্গা স্থগিত

বিয়ানীবাজার টাইমসঃ সিলেটের বিয়ানীবাজারের ১৯১৭ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহি পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় একটি প্রাচীন বিদ্যালয়। যেখানে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ বিয়ানীবাজারের আরও কত গুনীজন। যে প্রাচীন ভবন ঘিরে বিদ্যালয়টি গড়ে উঠেছিলো তৎকালীন সময়ে সেই ভবনটি ভাঙ্গার খবরে গত দুইদিন থেকে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সাবেক শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের হস্তক্ষেপে ভাঙ্গার কাজ বন্ধ করা হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান বিদ্যালয় পরিদর্শনে আসেন।

সোমবার (২৭ মার্চ) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় ইতিমধ্যে ভেঙ্গে ফেলা হয়েছে ভবনের একাংশ, খোলা হয়েছে ঘরের  টিন।

জানা যায়, বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে শ্রেনীকক্ষ পর্যবেক্ষন করতে বাধা হয়ে দাঁড়ায় মধ্যখানে থাকা এই প্রাচীন ভবন। তাই যথাযথ নিয়ম মেনে ভবনটি ভেঙ্গে ফেলার সিন্দান্ত নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। গত দুইদিন থেকে ভাঙ্গা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন সাবেক শিক্ষার্থীরা।  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুরু হয় প্রতিবাদ। সোমবার বিদ্যালয়ে উপস্থিত হোন সাবেক শিক্ষার্থীদের একাংশ। তারা কথা বলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিয়ানীবাজারের অভিভাবক সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে। পরে স্থগিত করা হয় ভবন ভাংগার কাজ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল হেকিম জালালাবাদকে বলেন, বিদ্যালয়ের সুবিধার জন্য যথাযথ নিয়ম মেনে আমরা ভবনটি ভাংগার কাজ দেই। তবে শিক্ষার্থীদের দাবীর মুখে তা স্থগিত করা হয়েছে।

নুরুল ইসলাম নাহিদ এমপির পক্ষে বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান বিদ্যালয়ে আসেন। তিনি জালালাবাদকে বলেন, শিক্ষার্থীদের দাবী যৌক্তিক, আশা করি প্রাচীন এই ভবনটি সংরক্ষন করা হবে।

খবর পেয়ে বিদ্যালয় পরিদর্শনে আসেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। তিনি পরিদর্শন শেষে জালালাবাদকে জানান, প্রাচীন ভবনের ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষার্থীরা বসে সিন্দান্ত নিবেন, তাদের সিন্দান্তের আলোকে বাকি কাজ হবে।

Back to top button
error: Alert: Content is protected !!