সিলেট

সিলেটের কোম্পানীগঞ্জে তারাবীর নামাজরত অবস্থায় মৃত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া লামাপাড়ার প্রবীণ মুরুব্বী আব্দুর নুর মসজিদে তারাবির নামাজরত অবস্থায় ইন্তেকাল করেন। “ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন “। শুক্রবার (২৪শে মার্চ) রাত ৮ ঘটিকার সময় উপজেলার লামাপাড়া মসজিদে তারাবির নামাজের অবস্থায় হঠাৎ তিনি মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানাজার নামাজ আজ শনিবার (২৫ মার্চ) বাদ জোহরের নামাজের পর পাড়ুয়া শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে ছেলে ফখরুল ইসলাম নোমান।

এদিকে, আব্দুর নুর এর মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।

Back to top button