বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে শিলাবৃষ্টি, ক্ষতিগ্রস্থ কৃষক

বিয়ানীবাজার টাইমসঃ এতোদিন যে বৃষ্টির জন্য কৃষকের মুখ অন্ধকার, সেই বৃষ্টি হয়েছে, তবে কৃষকের মুখ থেকে অন্ধকার কাটেনি। সিলেটের বিয়ানীবাজারে শিলাবৃষ্টির কারনে কৃষকরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। বুধবার (১৫ মার্চ) ভোরে উপজেলার কয়েকটি ইউনিয়নে ব্যাপক শিলাবৃষ্টির কারনে বোরো, নানা ধরণের সবজি, লিচু ও আম মুকুল ক্ষতিগ্রস্থ হয়েছে।

স্থানীয়রা জানায়, শীতের পর বিয়ানীবাজার ভোরে প্রথম বৃষ্টি হয়েছে। বৃষ্টির সাথে শিলা পড়ে বসতঘর, ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার কুড়ারবাজার,মাথিউরা ও চারখাই এলাকায় শিলাবৃষ্টিতে বাড়ি-ঘরের টিনের চাল ফুটো হয়ে গেছে। বোরো ফসলের ক্ষতি ছাড়াও লিচু ও আমের মুকুল ঝরে গেছে। ক্ষতি হয়েছে শাকসবজিরও।

কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গারজুর গ্রামের জুয়েল আহমদ জানান, ভোরে বৃষ্টির পাশাপাশি বিশাল আকৃতির শিলা পড়তে থাকে। ১০থেকে ১৫ মিনিট শিলাবৃষ্টি হয়েছে, এমন শিলাবৃষ্টি তার জীবনে দেখা হয়নি বলে জানান। শেওলা ইউনিয়নের সবজি কৃষক আরমান মিয়া বলেন বৃষ্টি জন্য ছিলাম অপেক্ষায় তবে এই বৃষ্টি শস্যের অনেক ক্ষতি করে গেছে।

বিয়ানীবাজার উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হাকিম নিলয় জানান, শিলাবৃষ্টিতে উপজেলাজুড়ে ২ হেক্টর ভোট্টা এবং ১ হেক্টর সবজি নষ্ট হয়েছে। এছাড়াও বোরো ধানের কিছুটা ক্ষতি হয়েছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

Back to top button
error: Alert: Content is protected !!