সুনামগঞ্জ

জামালগঞ্জে বৃষ্টির জন্য দোয়া ও বিশেষ মোনাজাত

জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন এলাকাবাসী।
সোমবার সকালে জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের লম্বাবাঁক গ্রামের বড় মাঠে এই বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে বৃষ্টির জন্য কান্না করেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, দীর্ঘ কয়েক মাসের খরায় বড় বড় পুকুর, জলাশয়, খাল-বিল শুকিয়ে তৈরি হয়েছে তীব্র পানির সংকট। নষ্ট হয়ে যাচ্ছে মৌসুমি আবাদকৃত বোরো ফসল। চরম শঙ্কা আর অস্বস্তিতে রয়েছে হাওরপারের সর্বস্তরের কৃষকগণ। হুমকির মুখে রয়েছে বিভিন্ন জাতের ধানের চারা। সম্প্রতি পানির অভাবে ধানের চারায় মাজরা পোকা নামে একধরনের কীট ধান ক্ষেত নষ্ট করার পাশাপাশি পানির অভাবে ধ্বংস হচ্ছে প্রাকৃতিক জীববৈচিত্র্য।

এমন পরিস্থিতিতে বৃষ্টির জন্য উপজেলার বিভিন্ন গ্রামে আয়োজন করা হয়েছে বিশেষ দোয়া ও মোনাজাত।

এদিকে একই দিনে জামালগঞ্জ সদর ইউনিয়নের নয়াহালট গ্রামেও বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

Back to top button