বিয়ানীবাজার সংবাদ

সাংবাদিক মাহমুদ হোসেনের পিতার ইন্তেকাল, দুইটায় জানাজা

বিয়ানীবাজার টাইমসঃ দৈনিক মানবজমিন ও শ্যামল সিলেট এর ফটো সাংবাদিক, সিলেট জেলা প্রেস ক্লাব’র কার্যনির্বাহী কমিটির সদস্য মাহমুদ হোসেনের পিতা হাফিজ মো. কমর উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শনিবার দিবাগত রাত ৩ টা ৫ মিনিটে সিলেট নগরীর গার্ডেন টাওয়ারের নিজ ফ্ল্যাটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ভাই-বোন, ২ ছেলে ও ১ মেয়ে, পুত্রবধূ, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।

মাহমুদ হোসেন ও তার স্বজনরা রোববার ভোর পৌণে ৬ টায় মরহুমের লাশ নিয়ে গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার উত্তর আকাখাজানা গ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

মরহুমের জানাযার নামাজ আজ বেলা ২ টায় উত্তর আকাখাজানা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে।

Back to top button
error: Alert: Content is protected !!