বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার লাউতার আস্টসাঙ্গন পয়েন্ট সিসি ক্যামেরার আওতায়, বাড়বে নিরাপত্তা কমবে অপরাধ

বিয়ানীবাজার টাইমসঃ যেকোনো ধরনের অপরাধ নিরসনে প্রযুক্তির ব্যবহার দিনদিন বাড়ছে। চুরিসহ বিভিন্ন অপরাধ থামাতে এবং অপরাধীদের ধরতে বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের আষ্টসাঙ্গন গ্রামের প্রবেশদ্বারসহ গ্রামের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সিসি ক্যামেরার আওতায় এসেছে।

লাউতা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাদিকুর রহমানের উদ্দ্যোগে এবং প্রবাসীদের অর্থায়নে বিশেষ এই প্রকল্পটি বাস্তবায়ন হয়। রবিবার বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ সংলগ্ন মার্কেটে আনুষ্ঠানিকভাবে সিসি ক্যামেরা কার্যক্রম উদ্বোধন করা হয়।

বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খানের সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান সাদিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক।

বিশেষ অতিথি ছিলেন লাউতা ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মোল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হোসেন খছরু, জলঢুপ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুছব্বির আলী, বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর মিসবাহ উদ্দিন, এনাম হোসেন, লাউতা বিটের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এসআই শাহ মোহাম্মদ হিমেল, এএসআই মৃদুল দাস, লাউতা ইউনিয়নের সদস্য আজম্মিল আলী কালু, আষ্টসাঙ্গন গ্রামের সুনার উদ্দিন, রুহেল আহমদ, সেলিম আহমদ, জাকির হোসেন, আহাদ আহমদ, ছাত্রলীগ নেতা তারেক আহমদ লিটন, কামরুল ইসলাম সহ আরো অনেকে।

 

Back to top button